publish on: Thursday 23 November 2017

নেইমারের পর মেসির বার্সা ছাড়ার গুঞ্জন!

ফাইল ছবিঃ
তবে মেসির সতীর্থ মিডফিল্ডার আইভান রাকিটিচ কিন্তু ন্যু ক্যাম্পে মেসির থাকা নিয়ে খুবই আত্মবিশ্বাসী। তিনি অবশ্য এ ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিতে পারছেন না। উল্লেখ্য, গত জুলাইয়ে মেসির সঙ্গে তিন বছরের (২০২১ সাল পর্যন্ত) চুক্তি নবায়নের ঘোষণা দেয় বার্সেলোনা। তখন দাবি করা হয়, চুক্তি নবায়ন নিয়ে সম্মত হয়েছেন মেসির এজেন্ট ও তার বাবা হোর্হে। যদিও ৩০ বছর বয়সী ফুটবলার, তার বাবা কিংবা খেলোয়াড়ের আইনজীবীদের পক্ষ থেকে কেউই এ চুক্তি ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। মেসির এজেন্ট ও আইনজীবীদের নীরবতায় ন্যু ক্যাম্পে তৈরি হয়েছে উদ্বেগ আর উত্কণ্ঠা। গুঞ্জন আরো উসকে দিয়েছেন ব্রাজিলিয়ান গ্রেট রোনালদিনহো। গোল ডটকমকে তিনি বলেছেন, ‘সে যদি হৃদয় থেকেই অন্য কোনো ক্লাবে যেতে চায়— যদিও আমি বার্সেলোনার দূত— আমি তাকে সমর্থনই করব। ’